গাজীপুরের শ্রীপুরে অটোরিক্সা উল্টে মালিহা মমতাজ মোবিনা (৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালিহা পাঠানটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে বরমী কলেজ রোড পার হওয়ার সময় একটি অটোরিক্সায় নিয়ন্ত্রণ হারিয়ে মালিহার ওপর পড়ে যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আহমদ খান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। আইনগত পক্রিয়া চলমান রয়েছে।
news24bd.tv/রিমু