রাশিয়া ও ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে নারীদের ধর্ষণ করছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১২ এপ্রিল) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের (ইউএনএইচআরসি) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এ ব্যাপারে সম্প্রতি ইউক্রেনভিত্তিক মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট কাতেরিনা চেরেপাখা জাতিসংঘ বরাবর লিখিত অভিযোগে বলেছে, ইউক্রেনে অন্তত ১২ জন নারী ও কিশোরী-তরুণীকে ধর্ষণ করা হয়েছে।
কাতেরিনা আরও বলেন, ‘এটা হচ্ছে পানিতে ভেসে থাকা হিমশৈলের ওপরের অংশ।
তবে জাতিসংঘের মানবাধিকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধের সুযোগে রুশ ও ইউক্রেনীয়— উভয় বাহিনীর অনেক সদস্য ধর্ষণের ও যৌন সহিংসতার মতো অপরাধে জড়িয়ে পড়ছেন।
সংস্থাটির প্রতিনিধিরা গত এক সপ্তাহেরও বেশি সময় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন। এ সময় তারা উভয় দেশের সেনাদের বিরুদ্ধে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও নাবালিকা ধর্ষণের প্রমাণ পেয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইতোমধ্যে বিষয়টি তোলা হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
জাতিসংঘের ইউক্রেন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমরা আগেও বলেছি, রুশ সেনারা কেবল সামরিক স্থাপনাগুলোতেই হামলা করছে। বেসামরিক লোকজনদের তার আঘাত করছে না।
news24bd.tv তৌহিদ