১ লাখ টাকা ঘুষ লেনদেনের দুদকের মামলায় চুয়াডাঙ্গার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদ আলম (৫৩) কে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। এ তথ্য নিশ্চিত করেছে সরকারি আইনজীবী অনুপ কুমার নন্দী।
তিনি বলেন, এছাড়াও আদালত ৫০ হাজার টাকা অনাদায়ে আরও ৩ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় হাসপাতালের বিভিন্ন সংস্কার মূলক কাজের পারফরমেন্স সিকিউরিটি মানি ফেরতের জন্য দরখাস্ত করার সময় ঠিকাদার খাইরুল ইসলাম এর কাছ থেকে ১ লাখ ঘুষ নেন মাহমুদ আলম।
২০১৫ সালের জুলাইয়ের ৭ তারিখে ঠিকাদার খাইরুল ইসলাম দুদকে লিখিত অভিযোগ দেন। মামলার দুটি ধারায় বিচারক ২ বছর ও ১ বছরের কারাদণ্ড দেন। দুটি সাজা একই সঙ্গে চলতে থাকবে বলে আদেশ দেন বিচারক।
news24bd.tv/আলী