নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ঝর্ণা বেগম (৩০) ও তার স্বামী মো. মিজানকে (৩২) আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, ধর্মপুর ইউনিয়নের তিরানব্বইসল্যা গ্রামের মনু মিয়ার ছেলে মো. মিজান ও মিজানের স্ত্রী ঝর্ণা বেগম।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে ওয়ারেন্ট ও মাদক উদ্ধারে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
news24bd.tv/আলী