নাটোরে মাদক বিক্রেতার ১৩ বছরের কারাদণ্ড

নাটোরে মাদক বিক্রেতার ১৩ বছরের কারাদণ্ড

নাটোরে মাদক বিক্রেতার ১৩ বছরের কারাদণ্ড

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

নাটোরে ইয়াবা ও হেরোইন বিক্রির দায়ে ওমর ফারুক নামে এক মাদক ব্যবসায়ীকে ১৩ বছর কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বাগডোব এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ ওমর ফারুককে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১০০পিচ ইয়াবা এবং ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে এসআই মামুন হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ ওমর ফারুককে ১৩ বছর কারাদণ্ড প্রদান করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে।

news24bd.tv/রিমু