সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে মা–শিশুসন্তানসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী বুলু মিয়ার বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চকবানিয়াপুর গ্রামের হারুন মিয়া।
আজ ভোরে উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সময় হারুন মিয়ার টিনশেড ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এ সময় হারুন মিয়ার স্ত্রী মৌসমা বেগম (৩৫), মেয়ে মাহিনা আক্তার (৪) ও এক বছরের ছেলে হোসাইন মিয়া ঘটনাস্থলে প্রাণ হারান। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধারে কাজ করছে।
news24bd.tv তৌহিদ