ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় টোল আদায় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় পাঁচজন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা শহরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পৌরসভার টোল আদায় নিয়ে বুধবার (১৩ এপ্রিল) রাত থেকেই শহরে উত্তেজনা চলছিল।
কোটচাঁদপুর থানার ওসি মো. মঈন উদ্দিন জানান, এ ঘটনায় দুজন নিহত ও দুজনকে আটক হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
news24bd.tv তৌহিদ