মহমারির বিধি-নিষেধ স্বত্বেও ২০২০ সালের জুনে লকডাউনের নিজের বাসবসন ও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের জন্মদিনের পার্টিসহ বেশ কয়েকটি পার্টিতে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তাঁর স্ত্রী এবং অর্থমন্ত্রী ঋষি সোনাক। এতে জরিমানার মুখোমুখি হলেন তারা।
এ ঘটনার কারণে তিনজনই ক্ষমা চেয়েছেন। ক্ষমাই যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিরোধীরা।
news24bd.tv/এমি-জান্নাত