যান্ত্রিক ত্রুটির কারণে সৈয়দপুরে ফ্লাইট বাতিল

সংগৃহীত ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে সৈয়দপুরে ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে বিজি-৪৯৬ বিমানটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সূচি ছিল।  ফ্লাইট বাতিলের কারণে বিমানের ৭০ যাত্রী ভোগান্তির শিকার হন। পরে রাত ১১টার দিকে ২৬ যাত্রীকে সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ।

ঢাকা শহরের আদাবর এলাকার বাসিন্দা এমএম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মালিক প্রকৌশলী হাফিজুর রহমান জানান, তিনি জরুরি প্রয়োজনে রাতে ঢাকায় ফিরতে এ বিমানে ওঠেন। বিমানে সব যাত্রী ওঠানোর পর যান্ত্রিক ত্রুটির কথা ঘোষণা দেওয়া হয়।  প্রথমে ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত বিমান কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এটি ছিল সৈয়দপুর থেকে বিমানের সর্বশেষ ফ্লাইট।

এ বিষয়ে কথা বলার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নীলফামারী ব্যবস্থাপক হারুন আর রশীদের মোবাইলফোনে কল করলে তিনি ফোন ধরেননি।

news24bd.tv/কামরুল