পাকিস্তানে হিন্দু পরিবারের ৭ সদস্যের ইসলাম গ্রহণ

ধর্মান্তরিত ওই পরিবারের পাশে পুলিশ অফিসার রিয়াজ আহমেদ বাজরানি।

পাকিস্তানে হিন্দু পরিবারের ৭ সদস্যের ইসলাম গ্রহণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক হিন্দু পরিবারের সাত সদস্য ইসলামে ধর্মান্তরিত হয়েছেন। বুধবার সিন্ধুর বাদীন জেলার মাতলি থানার মসজিদে ওই সাত সদস্য আনুষ্ঠানিকভাবে ইসলামে ধর্মান্তরিত হন। ইসলামে ধর্মান্তরিত কৃষক পরিবারটি আলায়ার জেলার হারি এলাকায় বসবাস করেন। একজন পুলিশ অফিসারের প্রচেষ্টায় তারা ইসলাম গ্রহণ করেন বলে জানা যায়।

ওই পুলিশ অফিসারের নাম রিয়াজ আহমেদ বাজরানি। তিনি মাতলি থানার এসএইচও।  

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ এ খবর নিশ্চিত করে।

আরও পড়ুন: ইসলামের ছায়াতলে উগান্ডার তরুণী

পত্রিকাকে ওই পুলিশ অফিসার বাজরানি জানান, তার প্রচেষ্টায় হিন্দু পরিবারটি ইসলামে ধর্মান্তরিত হয়।

ধর্মান্তরিত ওই সাত সদস্যের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশু। তাদের বয়স যথাক্রমে ৫, ৮, ১০ এবং ১২ বছর।

তিনি আরো জানান, তাদের কালেমা পাঠ করান মসজিদটির ইমাম মৌলানা মাজহার দিপার। পরে তাদের পছন্দ অনুযায়ী ইমাম তাদের প্রত্যেকের ইসলামি নাম দেন। ভবিষ্যতেও ইসলাম প্রচারে আমার প্রচেষ্টা অব্যাহত রাখব।

ধর্মান্তরিত ওই পরিবার সম্পর্কে বাজরানি জানান, মাতলিতে বসবাসরত তার কয়েকজন ইমলামে ধর্মান্তরিত আত্মীয়দের মাধ্যমে তিনি ওই পরিবারের প্রধানের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে তাদের ইচ্ছানুযায়ী তিনি ধর্মান্তরের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন।

আরও পড়ুন: আল্লাহর সালাম পেতেন যে নারীরা

৫৫ বছর বয়সী ওই পরিবারের কর্তার নাম এখন আলা বক্স শেখ। তিনি জানান, থানার পুলিশ অফিসার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর