১৩ রমজান : যে দোয়া পড়বেন আজ

প্রতীকী ছবি

১৩ রমজান : যে দোয়া পড়বেন আজ

অনলাইন ডেস্ক

চলছে রমজান মাস। রমজানের দ্বিতীয় দশকের তৃতীয় দিন (১৩ রমজান) আজ শুক্রবার। মাগফিরাতের তৃতীয় দিন। আজকের দিন থেকে সকল মানুষ ক্ষমা লাভে রোনাজারি, কান্না-কাটি করবে।

 

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে রয়েছে এই দোয়া।

মহান আল্লাহ তা'আলার অপার রহমতের উসিলা লাভে ধন্য হতে রোজার ১৩ তম দিনে একটি দোয়া নিচে তুলে ধরা হলো-

দোয়া : الیوم الثّالث عشر : اَللّـهُمَّ طَهِّرْنی فیهِ مِنَ الدَّنَسِ وَالاَْقْذارِ، وَصَبِّرْنی فیهِ عَلى کائِناتِ الاَْقْدارِ، وَوَفِّقْنی فیهِ لِلتُّقى وَصُحْبَةِ الاَْبْرارِ، بِعَوْنِکَ یا قُرَّةَ عَیْنِ الْمَساکینَ .

বাংলা অর্থ : হে আল্লাহ! এদিনে আমাকে কলুষতা ও অপবিত্রতা থেকে পবিত্র কর। যা কিছু তকদীর অনুযায়ী হয় তা মেনে চলার ধৈর্য আমাকে দান কর।

তোমার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দাও। হে অসহায়দের আশ্রয়দাতা।

news24bd.tv/রিমু