এসি ছাড়াই বিমান আকাশে!

বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান।

এসি ছাড়াই বিমান আকাশে!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভেতরে এসি ছাড়াই (শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা) শুক্রবার সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। এতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন যাত্রীরা।

ওই ফ্লাইটে আসা নীলফামারী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, উড্ডয়নের পরই প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন যাত্রীরা।

কিছুই বুঝে উঠতে পারে না যাত্রিরা। আর একটু সময় থাকলেই সবাই গুরুতর অসুস্থ হয়ে যেত। এ ব্যাপারে বিমানের ক্রুদের সঙ্গে কথা বলেও কোনো কাজ হয়নি।  

জানা যায়, শুক্রবার বেলা ৩টা ১০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

যাত্রীরা জানান, যাত্রার পরই বুঝতে পারা যায় বিমানটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) কাজ করছে না। এতে বিমানের ভেতরে প্রচণ্ড গরম সৃষ্টি হয়। এতে যাত্রীদের দম নিতে ভীষণ সমস্যা হয়। বিমানটিতে শিশুসহ ৭৩ জন যাত্রী ছিলেন।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ সাংবাদিকদের বলেন, বিমান উড্ডয়নের পর এসি কাজ করেনি এটি আমার জানা নেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক আবু আহমেদ ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসিতে ত্রুটি থাকার পরও ক্যাপ্টেন কীভাবে বিমানটি উড্ডয়ন করালেন তা বলতে পারছি না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর