তাণ্ডব চালাচ্ছে রকি ভাই  

সংগৃহীত ছবি

তাণ্ডব চালাচ্ছে রকি ভাই  

অনলাইন ডেস্ক

অবশেষে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ভারতের দশ হাজার সিনেমা হলে একযোগে চলছে এটি। এরমধ্যে সিনেমাটির হিন্দি সংস্করণ চলছে সাড়ে চার হাজার হলে। মার্কিন মুলুকেও মুক্তি পেয়েছে এই চলচ্চিত্র।

এর মাধ্যমে দক্ষিণী প্রথম কোনো সিনেমা পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশটিতে মুক্তি পেল। এরই মধ্যে ইঙ্গিত, নির্মাণ হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ। ভারতের সিনেমায় নতুন ইতিহাস রচনা করেছে কন্নড় সিনেমা ‘কেজিএফ ২’। প্রথম দিন এটি কেবল ভারতেই ১৩৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।
 

প্রি বুকিংয়ে ‘আরআরআর’-কে টপকে গেছে ‘কেজিএফ টু’। ভারতে অগ্রিম বুকিং থেকে ‘কেজিএফ টু’ আয় করেছে ৬৫.১০ কোটি রুপি এবং ‘আরআরআর’ আয় করেছিলো ৫৮.৭৩ কোটি রুপি।

এর আগে, ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের থিয়েটার রাইটস বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার প্রি-রিলিজ ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, হিন্দি ভার্সন থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে থিয়েটার রাইটস বিক্রি হয়েছে ৩০ কোটি রুপিতে।

বক্স অফিস ইন্ডিয়া এক টুইটে দাবি করছে, বিশ্বব্যাপী সিনেমাটি প্রথম দিনে সংগ্রহ করেছে ১৫৯.৫ কোটি রুপি (গ্রস)।  

জানা গেছে, হিন্দি বক্স অফিসে আগের সমস্ত রেকর্ড ভেঙ্গেছে কন্নড় সিনেমা ‘কেজিএফ-টু’। প্রথম দিনে আয় করেছে ৫৩.৯৫ কোটি রুপি। এর আগে, হিন্দি বক্স অফিসে সাড়া জাগানো সিনেমা ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪১ কোটি রুপি। এছাড়াও সম্প্রতি মুক্তি পাওয়া ‘ট্রিপল আর’ সিনেমাটি প্রথম দিনে আয় করে প্রায় ২০ কোটি রুপি। তাহলে বোঝাই যাচ্ছে পরিচালক এস এস রাজামৌলিরও রেকর্ড ভেঙ্গে দিলেন কন্নড় পরিচালক প্রশান্ত নীল।

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিলো। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে এবার সিনেমাতে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন এক রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন এবার কন্নড় অভিনেতা ইয়াশ।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমায় যশ ছাড়াও অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ। রেকর্ড সৃষ্টিকারী সিনেমাটি নির্মাণ করেছেন প্রশান্ত নীল।
news24bd.tv/আলী