পাত্তাই পেল না কলকাতা

সংগৃহীত ছবি

পাত্তাই পেল না কলকাতা

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যর্থতা দিয়ে আসর শুরু করা হায়দরাবাদের এটি টানা তৃতীয় জয়। অন্যদিকে কলকাতা হারল টানা দুই ম্যাচে।

টস টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান জড়ো করে কলকাতা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন নিতিশ রানা। ৩৬ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা। এছাড়া আন্দ্রে রাসেল ৪৯ রান করে অপরাজিত থাকেন। ২৫ বলের মোকাবেলায় ৪টি করে চার-ছক্কা হাঁকান তিনি।
হায়দরাবাদের পক্ষে থাঙ্গারাসু নটরাজন তিনটি ও দুর্দান্ত বল করা উমরান মালিক দুটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩ রানে অভিষেক শর্মা ও ৩৯ রানে অধিনায়ক কেন উইলিয়ামসনকে হারিয়ে ফেলে হায়দরাবাদ। এরপর দলের হাল ধরেন রাহুল ত্রিপাঠি ও অ্যাইডেন মারক্রাম। ৩৭ বলে ৭১ রান করে বিদায় নেন রাহুল, যিনি আগে ছিলেন কলকাতার সদস্য। তার ৪টি চার ও ৬টি ছক্কায় গড়া ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় হায়দরাবাদ। মারক্রামের ৩৬ বলে ৬৮ ও নিকোলাস পুরানের ৮ বলে ৫ রানের অপরাজিত দুই ইনিংসে হায়দরাবাদ জয়ের বন্দরে পৌঁছে যায় ৭ উইকেট ও ১৩ বল হাতে রেখে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ত্রিপাঠি।
news24bd.tv/আলী