'আমার ছেলেকে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছে'

সংগৃহীত ছবি

'আমার ছেলেকে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছে'

অনলাইন ডেস্ক

ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে। গত ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্রান্ড র‍্যাপিডস শহরে ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম প্যাট্রিক লিউইয়া (২৬)। জানা গেছে, ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে প্যাট্রিক লিউইয়াকে ধাওয়া করে পুলিশ।

তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে পুলিশ।

পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত কৃষ্ণাঙ্গ যুবকের বাবা বলেন, তার ছেলেকে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছে।  

এই নৃশংস হত্যাকাণ্ডের প্রায় নয় দিন পর মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভাইরাল হয়।

এতে ওই পাশবিক হত্যাকাণ্ডের স্বরূপ উন্মোচিত হওয়ার পর প্যাট্রিকের বাবা পিটার লিউইয়া বলেন, ''আমি আমার পরিবারের সদস্যদেরকে নিরাপত্তা দিতে কঙ্গো থেকে আমেরিকায় এসেছিলাম।

অথচ সেই নিরাপদ দেশে যাদের দায়িত্ব ছিল আমার ছেলের নিরাপত্তা রক্ষা করা তারাই তাকে কুকুরের মতো গুলি করে হত্যা করেছে''।

২০১৪ সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর গৃহযুদ্ধ থেকে প্রাণে বাঁচতে পিটার লিউইয়া তার পরিবারসহ আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন।

লিউইয়া পরিবারের আইনজীবী বেন ক্র্যাম্প বলেন, নিহতের পরিবার মনে করছে তাদের ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই যুবক বর্ণবাদী হামলার শিকার হয়েছেন।

গ্র্যান্ড র‍্যাপিডসের পুলিশ বলেছে, ঘাতক পুলিশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা না হলে তারা তার পরিচয় প্রকাশ করবে না। মিশিগান পুলিশ এই হত্যাণ্ডের তদন্ত শুরু করার দাবি করেছে। সূত্র : পার্সটুডে

news24bd.tv/রিমু