ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত : জেলেনস্কি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত : জেলেনস্কি

অনলাইন ডেস্ক

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এখন পর্যন্ত ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেন প্রেসিডেন্ট আরও বলেন, এ যুদ্ধে নিজেদের তিন হাজার সেনা নিহত হয়েছে।

জেলেনস্কি বলেন, যুদ্ধে দশ হাজারের বেশি ইউক্রেনীয় আহত হয়েছেন। শেষ পর্যন্ত কতজন বেঁচে থাকবে তা বলা কঠিন।

যুদ্ধে রাশিয়া ১৯ থেকে ২০ হাজার সেনা হারিয়েছে। যদিও ক্রেমলিন দাবি করেছে, যুদ্ধে তাদের এক হাজার ৩৫১ সেনা প্রাণ হারিয়েছে।  

এছাড়া জেলেনস্কি তার দৈনিক ভাষণে আবারও রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরবর্তী প্যাকেজে অবশ্যই রাশিয়ার তেল নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করতে হবে।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, 'সাধারণভাবে, গণতান্ত্রিক বিশ্বকে অবশ্যই মেনে নিতে হবে যে রাশিয়ার শক্তি সম্পদের অর্থ আসলে গণতন্ত্রের ধ্বংসের জন্য অর্থ। যখন এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে, তখন আমরা সবাই শান্তি দেখতে পাব। '

news24bd.tv তৌহিদ