আল-আকসা মসজিদে হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড়

সংগৃহীত ছবি

আল-আকসা মসজিদে হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড়

অনলাইন ডেস্ক

বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস। আর ইহুদিদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে। বছরের পর বছর চলতে থাকা ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের মূলে রয়েছে পবিত্র এই মসজিদ।

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।

মসজিদে নিরাপত্তা পরিস্থিতির অবনতির ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করেছে জর্ডান। ওই ঘটনার পর এক বিবৃতি জারি করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি। উত্তেজনা বৃদ্ধি পুরো উম্মাহর অনুভূতির জন্য একটি স্পষ্ট উস্কানি এবং আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে  ইসরায়েলের কড়া সমালোচনা করেছে ওআইসি।

জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ওয়েনল্যান্ড জেরুজালেমের নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে, শুক্রবার সকালে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের এবং ইসরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫০ জন ফিলিস্তিনি আহত হন। এছাড়া অন্তত চারশ' ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

news24bd.tv/রিমু