এবার জব্বারের বলীখেলা জেলা পরিষদ চত্বরে

এবার জব্বারের বলীখেলা জেলা পরিষদ চত্বরে

নয়ন বড়ুয়া জয়

চট্টগ্রামের লালদীঘি মাঠ সংস্কারের কারণে ঐতিহাসিক জব্বারের বলীখেলা আয়োজক কমিটি স্থগিত ঘোষণা করলেও মেয়রের আশ্বাসে ২৫ এপ্রিল ১২ বৈশাখ বসছে কুস্তি প্রতিযোগিতার ১১৩তম আসর। তবে লালদীঘির ময়দানে নয় এবার বসবে জেলা পরিষদ চত্বরে। আশপাশের সড়কের তিন কিলোমিটার জুড়ে বসবে তিনদিনের বৈশাখী মেলাও।

‘জব্বারের বলীখেলা’ শতবর্ষী পুরনো চট্টগ্রামের সার্বজনীন এক উৎসবের নাম।

বাংলা পঞ্জিকার বৈশাখ মাসের ১২ তারিখে প্রতি বছরই ঐতিহাসিক লালদীঘি মাঠে এই আয়োজন করা হয়। তবে এবার লালদীঘি মাঠ সংস্কারের কারণে বলীখেলা না হওয়ার ঘোষণা দেয় আয়োজকরা। বলীখেলা বন্ধে আলোচনা সমালোচনার ঝড় ওঠায় অবশেষে সিটি মেয়রের আশ্বাসে আবারো বসছে ১১৩তম কুস্তি প্রতিযোগিতা।

তবে লালদীঘি ময়দানে নয় জেলা পরিষদ চত্বরে বসবে এবারের জব্বারের বলীখেলার আসর।

বলী খেলাকে ঘিরে লালদিঘী মাঠের আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে বসবে বৈশাখী মেলার আয়োজন। আয়োজকরা বলছেন, সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের।

যেহেতু করোনার কারণে গেল দুই বছর বলী খেলার আসর বসেনি তাই এবারের আসরে হাজার হাজার মানুষের সমাগম হবে বললেন আয়োজকরা।

এদিকে মেলাকে ঘিরে যেন যানজট সৃষ্টি না হয় সেদিকে নজর থাকবে প্রশাসনের।

news24bd.tv তৌহিদ