চিত্রনায়ক সিয়াম আহমেদকে ইফতার হাতে ব্যস্ততম শহরে দেখা মিলল। আজ শনিবার বিকাল ৫টার দিকে হঠাৎ হাতে ইফতারের ব্যাগ বিলিয়ে দিচ্ছেন কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে। রাজধানীতে কর্মক্লান্ত ট্রাফিক সদস্যদের জন্য।
ইফতারের ব্যাগে বড় হরফে লেখা ‘শান’।
সিয়াম ও তার দল আরও ইফতার বিতরণ করার কথা রয়েছে রাজধানীর সাতরাস্তা, গুলশান ১ ও ২ এবং বনানী অঞ্চলের ট্রাফিক পুলিশদের মাঝে। শুধু ইফতার বিতরণই করেননি কথা বলেছেন পুলিশ ও সেখানে থাকা নানা ভক্তদের সঙ্গে। মূলত পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ‘শান’। এরপর পোস্টার ও গান প্রকাশের মধ্য দিয়ে সেই আগ্রহে বাড়তি হাওয়া লাগে। এর গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
ফিল্মম্যান প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।
news24bd.tv/এমি-জান্নাত