বেঙ্গালুুরুর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে মুস্তাফিজের দিল্লি

সংগৃহীত ছবি

বেঙ্গালুুরুর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে মুস্তাফিজের দিল্লি

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার (১৬ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। দলে বড় পরিবর্তন সরফরাজ খানের পরিবর্তে অজি অলরাউন্ডার মিচেল মার্শের অন্তর্ভুক্তি।

আইপিএলের চলতি আসরে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

পাঁচ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে নেট রানরেটের নিরিখে ছয় নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, চার ম্যাচে দুই জয়ে আটে অবস্থান মুস্তাফিজদের। পয়েন্ট টেবিলের ওপরের দিকে যেতে আজকের ম্যাচে জিততেই হবে দিল্লিকে।

দিল্লির হয়ে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নাররা।

অন্যদিকে, বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। প্রতি ম্যাচেই উইকেট না পেলেও ডড বলে প্রতিপক্ষকে চাপে রাখছেন। অন্যদিকে, উইকেটের দেখা পাচ্ছেন খলিল আহমেদ এবং শার্দুল ঠাকুররা।

দিল্লির একাদশ
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রিশভ পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

আরসিবির একাদশ
ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুভাস প্রভুদেশাই, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জস হ্যাজলউড।

news24bd.tv/কামরুল