ঢাকার শ্যামলী পার্ক, ইকবাল রোড পার্ক, হুমায়ুন রোড পার্ক, বনানী ব্লক-সি পার্ক, বারিধারা পার্ক, বনানী ব্লক-এফ পার্ক, রায়ের বাজার বৈশাখী খেলার মাঠ-এই সাতটি পার্ক আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন উন্নয়ন ও সবুজায়ন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে সাতটি পার্ক আধুনিকায়নে ডিএনসিসির খরচ হয়েছে ২৬ কোটি ৪ লাখ টাকা। শনিবার মোহাম্মদপুরের শ্যামলী পার্কে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পার্ক উন্মুক্ত করে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মো. আতিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শিশু-কিশোর, যুবক, বৃদ্ধ—সব বয়সের মানুষ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষসহ সবার সুবিধার কথা বিবেচনা করেই এই পার্ক ও মাঠগুলোর নকশা প্রণয়ন করা হয়েছে। মাঠে শিশুদের ও বড়দের আলাদা খেলার জায়গা রয়েছে।
উত্তর সিটি সূত্রে জানা গেছে, এ প্রকল্পের মাধ্যমে ১৮টি পার্ক, ৪টি খেলার মাঠ, ৫০টি নতুন গণশৌচাগার, বিদ্যমান ২৩টি গণশৌচাগারের আধুনিকায়ন ও ২টি কবরস্থানের কাজ করা হচ্ছে। এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০২ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ হবে আগামী জুনের মধ্যে।
তিনি জানান, এসব মাঠে কখনো যেন পানি না জমে এ ব্যবস্থা রাখা হয়েছে। এমনভাবে করা হয়েছে যেখানে ক্রিকেট ও ফুটবল—দুটি খেলাই খেলা যাবে। এখানে সবুজায়ন করে দেওয়া হয়েছে। মাঠ করে দেওয়া হয়েছে এবং খেলার সরঞ্জাম দেওয়া হয়েছে। বহুমুখী উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এ মাঠের নকশা প্রণয়ন করা হয়েছে। এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। এ সময় তিনি উত্তর সিটির কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে এসব পার্ক ও মাঠ রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থাপনা কমিটি করার নির্দেশনা দেন।
news24bd.tv/desk