ইউক্রেনের মারিউপোল শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সেখানে সবগুলো অঞ্চল রুশ সেনারা পুরোপুরি পরিষ্কার করে ফেলেছে। তবে দক্ষিণ বন্দরের একটি ইস্পাত কারখানার ভেতরে ইউক্রেনীয় যোদ্ধাদের একটি ছোট দল রয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র স্বেচ্ছায় অস্ত্র পরিহার করে আত্মসমপর্ণ করলেই তাদের প্রাণ ভিক্ষা দেবে মস্কো।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, মারউইপোলে তাদের কোনো যোদ্ধাকে হত্যা করা হলে আলোচনার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে।
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
news24bd.tv/রিমু