আশুলিয়ায় ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক চটপটি বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে আশুলিয়ার বেরন এলাকার মানিকগঞ্জ পাড়া থেকে অভিযুক্ত ইউসুফকে আটক করা হয়। আটক ইউসুফ (৩৮) গাজীপুর জেলা কালিগঞ্জ থাানর হরিদাপপুর গ্রামের রফিকুলের ছেলে। তিনি মানিকগঞ্জ পাড়ার করম আলীর বাড়িতে ভাড়া থেকে চটপটি বিক্রি করতেন।
জানা যায়, ভুক্তভোগী শিশুর দিনমজুর বাবা এবং পোশাক শ্রমিক মা কাজে গেলে পাশের বাসার অন্য শিশুদের সঙ্গে শনিবার দুপুরে খেলতে গেলে ইউসুফ জোর করে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে যায়। এসময় শিশুটিকে ধর্ষণচেষ্টা করে। ভুক্তভোগী শিশু চিৎকার করলে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
পরে মা-বাবা কাজ থেকে বাসায় আসলে এসব কথা শুনে সন্ধ্যায় ইউসুফের কাছে বিষয়টি জানতে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সুব্রত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
news24bd.tv/কামরুল