ঢাকায় অফিস সময় ও জনবল বাড়ালো ভারতীয় ভিসা সেন্টার

সংগৃহীত ছবি

ঢাকায় অফিস সময় ও জনবল বাড়ালো ভারতীয় ভিসা সেন্টার

অনলাইন ডেস্ক

মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ভারতের ট্যুরিস্ট ভিসা। পূর্বের ন্যায় স্বাভাবিক হয়েছে প্রায় সব রুট। ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর থেকেই ভ্রমণ পিয়াসু মানুষের উপছে পড়া ভীড় লক্ষ করা গেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে।

আবেদনকারীদের এই চাপ সামলাতে জনবল ও অফিসের সময় বাড়িয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

একই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার জন্য জনবল বৃদ্ধি ও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ রোববার বন্ধ থাকার কথা থাকলেও ভিসা আবেদনকারীদের জন্য কার্যক্রম চালু রেখেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

দেখা গেছে, সকাল ৯টা পর্যন্ত ভিসা সেন্টার ফটক থেকে মূল সড়ক পর্যন্ত দীর্ঘ লাইন ছিল। তবে দ্রুত আবেদনকারীদের ভিসা কেন্দ্রে প্রবেশ করায় সাড়ে ৯টার পর থেকে লাইন শূন্য হয়ে পড়ে।

এ বিষয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানায়, 'ভিসা কেন্দ্র সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ভিসা বিতরণ করা হবে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত'।  

আবেদনকারীদের সুবিধার জন্য জনবল বাড়ানো হয়েছে। বয়স্ক ও মুক্তিযোদ্ধাদের সুবিধার জন্য বিশেষ সহায়তা করা হবে। কাউন্টারে অতিরিক্ত জনবল বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।

এর আগে, প্রতিদিন দুপুর ১টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হলেও সম্প্রতি চাপ বাড়ায় আবেদন জমা নেওয়ার সময় ৪টা পর্যন্ত বাড়ানো হয়।  

news24bd.tv/রিমু