কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী মেহেদী হাসান পারভেজ নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে সাভারের থানা স্ট্যান্ডের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই জন।
পুলিশ জানিয়েছে, পারভেজ 'ওয়াইপি আশুলিয়া' নামে ক্যাপ তৈরির কারখানার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মাইক্রোবাসটি উল্টো পথে নবীনগরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে পৌঁছালে আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান জানান, পুলিশ পারভেজের মরদেহ উদ্ধার করেছে। তার স্বজনদের জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv/কামরুল