ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত আলতাফ হোসেন বিশ্বাস (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার বেড়বিন্নি গ্রামের নকিব বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রায়হান নামে একজনকে আটক করেছে।
স্থানীয় গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুলের ও শেখপাড়া বিন্নি গ্রামের সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত সংঘর্ষে হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হন। তাদের মধ্যে মারাত্বক আহত ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আক্তার নিউজ টোয়েন্টিফোরকে জানান, হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে থেকে মারামারিতে আহত হয়ে ৩ জন রোগী হাসপাতালে আসেন। এর মধ্যে আলতাফ হোসেন বিশ্বাস মারা যায়। ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টিফোরকে জানান, ঘটনাস্থল থেকে রায়হান নামে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
news24bd.tv/কামরুল