আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কানাডার ক্যালগেরির ফলকনরিজ কমিউনিটি সেন্টারে জমে উঠেছে প্রবাসীদের ঈদের কেনাকাটা। মেলায় ছিল রং বেরংয়ের বাহারী শাড়ী, বিভিন্ন ধরনের পোশাকের স্টল, জুয়েলারি সরঞ্জাম, মেহেদীসহ আকর্ষণীয় বিভিন্ন ধরণের উল্লেখযোগ্য সংখ্যক স্টল। এছাড়াও মেলায় ইফতারির সুব্যবস্থা আছে।
মেলায় বিভিন্ন ব্যবসায়ীরা নতুন নতুন কালেকশন নিয়ে এসেছে।
অনেক স্টলেই ক্রেতাদের জন্য সারপ্রাইস উপহারের পাশাপাশি ডিসকাউন্টের ও বিশেষ ব্যবস্থা আছে।
মেগা ঈদ মেলার আয়োজক ইকবাল রহমান জানান, মেগা ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে সবাই যেন এই মেলা থেকে তাদের পছন্দের পোশাক ও বিশেষ করে মহিলারা তাদের পোশাকসহ সাজ সজ্জার সবকিছুই কিনতে পারে। বাংলাদেশসহ ইন্ডিয়া,পাকিস্তানের তৈরি পোশাক ও মেলায় স্থান পেয়েছে।
তিনি আরো বলেন, করনোকালীন গত দু'বছরে অনেকেই কেনাকাটা থেকে ছিল বঞ্চিত। এ বছর তা হচ্ছে না। মেলায় অনেকেই এসে পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী কেনাকাটা করেছে।
উল্লেখ্য, ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে ঈদে সবাই পরিবারের সদস্যদের মধ্যে উপহার দিয়ে ঈদুল ফিতর এর আনন্দ উপভোগ করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
news24bd.tv/রিমু