ইউক্রেনের খারকিভে ফের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

সংগৃহীত ছবি

ইউক্রেনের খারকিভে ফের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। রুশ সেনাদের হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা।

ইউক্রেনের খারকিভে আবারো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় রোববার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলায় চালায় রুশ বাহিনী।

খারকিভের মধ্যাঞ্চলের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর আগে, শুক্রবার খারকিভের আবাসিক এলাকায় রাশিয়ার অনবরত গোলাবর্ষণে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। শনিবারও শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।

খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইচ্ছাকৃত সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল বলেছেন, মারিওপোল এখনো রুশ সেনাদের দখলে যায়নি। সেখানে ইউক্রেনের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন। খবর বিবিসির

এক সাক্ষাত্কারে ডেনিস স্মিহাল বলেছেন, ইউক্রেনের দক্ষিণের বন্দর শহর মারিউপোলে অবশিষ্ট ইউক্রেনীয় সেনারা এখনো লড়াই করছেন। সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার আলটিমেটাম মানবেন না তাঁরা। তিনি বলেন, 'মারিউপোলের এখনো পতন হয়নি'।

news24bd.tv/রিমু