বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন ঘটিয়ে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনা হবে।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একটি কার্যকর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। দলটি মনে করে একমাত্র ক্ষমতাসীনদের পতনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফেরানো সম্ভব।
২০১২ সালের ১৭ই এপ্রিল গুলশান থেকে নিখোঁজ হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলি। ১০ বছর পার হয়েছে, এখনও কোন খোঁজ মেলেনি বিএনপির এই নেতার, বলেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, একটি কার্যকর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র, স্বাধীনতা ও গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনা হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ ছাড়া, ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গুম হওয়া ব্যক্তির স্বজনদের কান্না থামবে কবে? এমন প্রশ্ন বিএনপির। এই স্বাধীনতা তো মুক্তিযুদ্ধের শহীদরা চাননি। সরকারকে হটাতে না পারলে কারো কান্না থামবে না।
ইলিয়াস আলির এই ঘটনাকে সামনে রেখে নিখোঁজ হওয়া বিএনপি নেতাকর্মীদের স্বজনদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
অনুষ্ঠানে বিএনপি নেতাদের সঙ্গে যোগ দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং নাগরিক ঐক্যের আহ্বাবায়ক মাহমুদুর রহমান মান্না।
সরকার হটাতে জোরালো আন্দোলন গড়ে তোলার পক্ষে বক্তব্য রাখনে তারা।
news24bd.tv/রিমু