ইউক্রেনের লভিভে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

সংগৃহীত ছবি

ইউক্রেনের লভিভে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক

ইউক্রেনের লভিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও আট জন। খবর বিবিসির।

আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

অঞ্চলটির গভর্নর মাকিসম কোজিটস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।

মাকিসম কোজিটস্কি বলেন, ওয়েস্ট এয়ার কমান্ডের তথ্য অনুযায়ী, আজ সকালে লভিভে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি। ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান মাকিসম কোজিটস্কি।

আঞ্চলিক সামরিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।

তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সামরিক অবকাঠামোতে। বাকিটি পড়েছে একটি কারখানায়। ক্ষেপণাস্ত্র হামলার কারণে ঘটনাস্থলে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানানো হয়।

যদিও এর আগে জানানো হয়েছিল, রাশিয়ার পাঁচটি রকেট আঘাত হেনেছে লভিভে।

এদিকে, ইউক্রেনের খারকিভে আবারো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় রোববার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলায় চালায় রুশ বাহিনী। খারকিভের মধ্যাঞ্চলের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর আগে, শুক্রবার খারকিভের আবাসিক এলাকায় রাশিয়ার অনবরত গোলাবর্ষণে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। শনিবারও শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। রুশ সেনাদের হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা।

news24bd.tv/রিমু