পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ভেঙে গেছে আরও দুটি বাঁধ। হাওরে পানি ছুঁই ছুঁই করছে। তাই যে কোনো সময় বাঁধ ভেঙে হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রোববার রাতে উপজেলার জগদল ইউনিয়নের হুরামন্দিরা হাওরের সাতবিলা সুইস গেইট এলাকার বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করে।
দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুল ইসলাম জানান, রাতে হাওরের বাঁধ ভেঙে পানি ডুকছে। কৃষকসহ সকলের চেষ্টা ব্যর্থ করে রাতেই বাঁধ ভেঙে গেছে। এ হাওরে এক হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাবে বলে তিনি জানান।
এর আগে সকালে গুরমার হাওর বাঁধ ভেঙে পানি প্রবেশ করে। এরপর নিমিষেই তলিয়ে যাচ্ছে হাওর।
news24bd.tv/আলী