খুলনার কয়রায় নৃ-জনগোষ্ঠীর এক নারী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কয়রা থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন।
তিনি জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সোহরাব আলী শেখ বলেন, ওই নারীর স্বামী ইটভাটায় কাজ করেন। কাজের সুবাদে তাকে বাড়ির বাইরে থাকতে হয়। দুর্বৃত্তরা বাড়ি ফাঁকা পেয়ে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী নারীর দুই বছর বয়সী এক সন্তান রয়েছে।
news24bd.tv/রিমু