জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার ফাঁদ!

সংগৃহীত ছবি

জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার ফাঁদ!

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে অর্থ হাতিয়ে নিতে প্রতারণার ফাঁদ পেতেছে দুষ্কৃতিকারীরা।

জানা যায়, জেলা প্রশাসকের মোবাইল ০১৩২২৮৭৫৫০০ ক্লোন করে দুষ্কৃতকারীরা অর্থ সহায়তা চেয়ে বিভিন্ন ব্যক্তিকে ক্ষুদে বার্তা (এসএমএস) দিয়েছে। ওই অর্থ ০১৯৩৯০৪০৬২৪ নম্বরে নগদ/বিকাশ প্রেরণের অনুরোধ করছে। বিষয়টি জানাজানি হলে সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সকলকে সতর্ক করা হয়।

 

একই সঙ্গে এ বিষয়ে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের নাম ব্যবহার করে কোন ব্যক্তি অর্থ সহায়তা চেয়ে ক্ষুদে বার্তা বা টেলিফোনিক বার্তা প্রদান করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসনের যে কোন দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করার জন্য বলা হয়েছে।

news24bd.tv/কামরুল