রাজধানীর বিভিন্ন মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

অনলাইন ডেস্ক

রমজান মাস উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন মার্কেট তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করায় ও ধার্য মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় কয়েকটি প্রতিষ্ঠানকে ১ লাখ  টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার গুলশান পিংক সিটি শপিং কমপ্লেক্স থেকে এ অভিযান চালানো হয়।

এ সময় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে বিভিন্ন কসমেটিকস লেদার এবং ফুড প্রোডাক্টের ওপর অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে রিওলাউন্স চাইনিজ রেস্তোরাঁয় অভিযান চালানে হয়। এ সময় বিভিন্ন পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ যাচাই করা হয়। একই সাথে বিভিন্ন পণ্যগুলো যদি দেশে উৎপাদন হয় সেই ক্ষেত্রে বিএসটিআই অনুমোদন আছে কিনা কিংবা বিদেশ থেকে আমদানী করা হলে বৈধ উপায়ে বৈধ চালানের মাধ্যমে সেগুলো দেশে আনা হয়েছে কিনা এসব কিছুই দেখা হয়েছে এসব অভিযানে।  

news24bd.tv/রিমু