পাবনার ভাঙ্গুড়ায় রমজান মাসের তারাবীহ নামাজে ভুল ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে দুজন আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। রোববার রাতে ঐ উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবিহ নামাজ চলাকালে সুরা ইখলাস পড়ার সময় ইমামের উচ্চারণে ভুল ধরেন নামাজ পড়তে আসা সিকান্দার নামে এক ব্যক্তি।
ঐ সময় উপস্থিত মুসল্লিরা সালামকে মসজিদের বাইরে যেতে নিষেধ করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফরহাদ ও আক্কাস আলী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
news24bd.tv/আলী