ইউক্রেন যেন বাস্তবতা মেনে নেয় এবং রাশিয়া যে দাবি জানাচ্ছে সেগুলোতে ছাড় দিতে বললেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভাষাবিদ ও সাহিত্যিক নোয়াম চমস্কি। কারেন্ট অ্যাফেয়ার্সকে দেওয়া এক সাক্ষাতকারে চমস্কি এসব কথা বলেন। সোমবার ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।
বিশ্ববিখ্যাত এ ভাষাবিদের আশঙ্কা, যদি ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে থাকে তাহলে হয়ত রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের মতো কঠিন পদক্ষেপ নিতে পারে।
তিনি আরও বলেন, এই নীতি মেনে চললে পরমাণু যুদ্ধের আশঙ্কা থাকে। এ ছাড়া আরেকটি বিকল্প হচ্ছে কূটনৈতিক সমাধান। এ সমাধান সবার জন্য সুখকর কিছু হবে না। কারণ, এটি মূলত পুতিন ও তাঁর ঘনিষ্ঠদের জন্য এই যুদ্ধ থেকে পালানোর পথ তৈরি করে দেবে।
নোয়াম চমস্কি আরও বলেন, আমরা জানি, মূল বিষয়টি হচ্ছে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা। সঙ্গে দোনবাস অঞ্চলের বাস্তবতা, অর্থাৎ ইউক্রেনের ফেডারেল কাঠামোর মধ্য থেকেই সে অঞ্চলে ব্যাপক পরিসরে স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, আমরা মানি বা না মানি, এটা বুঝে নিতে হবে যে, ক্রিমিয়া নিয়ে কোনো ধরনের দাবি-দাওয়া আলোচনার টেবিলে নেই।
news24bd.tv/আলী