শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। বুধবার সকালে বিমান বন্দরে গণমাধ্যমকে তিনি বলেন, সব ঝামেলা সামলে এখন ক্রিকেটেই বেশি মন দিতে চান। দুপুরে বিসিবিতে এসে ডিপিএলে রুপগঞ্জ ও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করেন এই অলরাউন্ডার।
পারিবারিক ও মানসিক কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান।
বুধবার সকালে দেশে ফিরেই গণমাধ্যমে সাকিব বলেন, ডিপিএলে ঠিক ঠাক খেলতে পারলেই কিছুটা হলেও প্রস্তুতি নেওয়া যাবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য।
বিমানবন্দর থেকে সোজা বাসায়, তারপরই রুপগঞ্জের সাথে চুক্তি করতে বিসিবিতে হাজির হন সাকিব।
মোহামেডানের হয়ে এবারের ডিপিএলে মাঠে নামার কথা ছিলো সাকিবের। তবে সুপার সিক্সে না ওঠায় রুপগঞ্জে পারি জমান মিস্টার অলরাউন্ডার।
news24bd.tv/তৌহিদ