পাক মন্ত্রীসভা গঠন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শরীকদের অসন্তোষ

পাক মন্ত্রীসভা গঠন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শরীকদের অসন্তোষ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রীসভা গঠন নিয়ে শরীকদের সঙ্গে দেখা দিয়েছে অসন্তোষ। নতুন কেবিনেটে কোনও পদ দেওয়া হয়নি পিপিপি-র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে। তবে নয়া কেবিনেট নিয়ে জোটের তিক্ততার কথা অস্বীকার করেছেন নয়া প্রধানমন্ত্রী।

এদিকে, তথ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই পাকিস্তান মিডিয়া ডেভেলপমেন্ট অথোরিটি বা পিএমডিএ ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছেন মরিয়ম আওরঙ্গজেব।

তবে ক্ষমতা গ্রহণের পরেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগ দিয়েছেন শাহবাজ। আসছে জুলাইয়েই বৈঠক হতে পারে শাহবাজ-মোদির।

সংবাদপত্র দ্য ডন জানাচ্ছে, যেভাবে মন্ত্রিসভা গঠন করেছেন শাহবাজ, তাতে শরিক দলগুলি অসন্তুষ্ট। বিশেষ করে পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ক্ষুব্ধ।

প্রধানমন্ত্রীর অফিস অবশ্য জানিয়েছে, পিএমএল প্রধান নওয়াজ শরিফ এবং অন্য শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলেই মন্ত্রিসভার গঠন ও মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হয়েছে। শাহবাজ শরীফ টুইট করে বলেছেন, তিনি আশা করেন, মন্ত্রী ও পরামর্শদাতারা মানুষের সমস্যা দূর করতে পারবেন। আর তাদের লক্ষ্য হলো শুধু কাজ করে যাওয়া।

কিন্তু পিএমএল-এন সূত্র ডনকে জানিয়েছে, নওয়াজের ঘনিষ্টরা বাদ পড়েছেন। শুধুমাত্র তার একজন অনুগামীকে নেয়া হয়েছে। নওয়াজকে কোণঠাসা করার চেষ্টা হয়েছে।

অন্যদিকে, রাতে সোশ্যাল মিডিয়ায় ভাষণ দেবেন ইমরান খান। বৃহস্পতিবার লাহোরে জনসভা করবেন তিনি।

news24bd.tv/তৌহিদ