আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে নতুন করে সংযুক্ত হচ্ছে আরও ৫০টি কোচ। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এই কোচগুলো প্রস্তুত করা হচ্ছে সৈয়দপুরের রেলওয়ে কারখানায়। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক-কর্মচারীরা।
এখানে সকাল ৭টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত বিরামহীন কাজ চলছে কারখানার ২৪টি বিভাগে। শ্রমিকরা কেউ রং আবার কেউ বডি প্রস্তত করণ আবার কেউবা সিট মেরামতে ব্যস্ত সময় পার করছেন। শ্রমিকরা জনবল সংকটের কারণে অতিরিক্ত সময়ও কাজ করতে হচ্ছে। মানুষের নিরাপদ ঈদযাত্রায় এই বাড়তি শ্রমেই আনন্দ খুঁজছেন তারা।
সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনের মাত্র ২৫ শতাংশ জনবল নিয়ে কাজ করতে হচ্ছে কারখানায়। তারপরও নির্ধারিত সময়ে শেষ হবে বগি প্রস্তুতের কাজ।
৫০টির মধ্যে ৪০টি কোচ হস্তান্তর করা হয়েছে রেলের পাকশি ও লালমনিরহাটের ট্রাফিক বিভাগে।
news24bd.tv/কামরুল