টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির ব্যানারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে বাসাইল ছাতা মসজিদ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে তারা মিছিল নিয়ে বাসাইল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় নেতাকর্মীরা বাঁধার মুখে সেখানেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সেখানে নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ করেন। এদিকে, উপজেলা বিএনপির নেতাকর্মীরা স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। তবে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর ছিল। ঘটনাস্থলে সেনাবাহিনীর...
বাসাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
টাঙ্গাইল প্রতিনিধি

রাজবাড়ীতে ৩ দোকানে অগ্নিকাণ্ড, আড়াই কোটি টাকার ক্ষতি
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী রতনদিয়া বাজারে হার্ডওয়্যার ও বাধাই মালের গোডাউনসহ তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। মঙ্গলবার (১৩ই মে) আনুমানিক সকাল ৬ টার দিকে কালুখালী থানা সংলগ্ন রতনদিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, রতনদিয়া বাজারের ঢাকা হার্ডওয়্যার, বিশ্বাস এন্টার প্রাইজ (হার্ডওয়্যারের দোকান) ও আবুল কাশেম মণ্ডলের বাধাই মালের গোডাউন। তবে বেশি ক্ষতি হয়েছে বিশ্বাস এন্টার প্রাইজের। ঢাকা হার্ডওয়্যারের মালিক সোহেল সরদারের দাবি, অগ্নিকাণ্ডে তার প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে, বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক বশির উদ্দিন বিশ্বাসের দাবি তার ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা ও আবুল কাশেম মণ্ডলের দাবি তার প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি...
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আমিনুর রহমান সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে পৌর শহরের বড় চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক আমিনুর রহমান সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। news24bd.tv/এআর
‘আমাদের শান্তিতে থাকতে দিন’

সম্প্রতি র্যাব-৭ (চট্টগ্রামে) এ কর্মরত অবস্থায় সিনিয়র এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনা নিয়ে বড় ভাই লিটন সাহা আবেগে আপ্লুত হয়ে বলেছেন, আমাদের দুই পরিবার নিয়ে বিভিন্নজন সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া সব কথা লিখছেন। বিভিন্নজন নিজেদের মতো করে কনটেন্ট তৈরি করছেন। আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনারা এসব বন্ধ করুন। আমাদের দুটি পরিবারকে একটু শান্তিতে থাকতে দিন। আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের নিজ বাড়িতে বসে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সকল গণমাধ্যম, ফেসবুক ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর ও দেশবাসীর উদ্দেশ্যে তিনি এ আকুতি জানান। তিনি বলেন, ২০০৩ সালে আমার বাবা মারা যায়। তখন আমার ছোট ভাই পুলিশের সাবেক সিনিয়র এএসপি পলাশ সাহা ষষ্ঠ শ্রেণিতে ও আরেক ভাই নন্দলাল সাহা নবম শ্রেণিতে পড়ত। আমি তখন বিএসসিতে অধ্যয়নরত ছিলাম।...