সেনাবাহিনীর অভিযানে জাল ডলার ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে সাতক্ষীরায় সদর উপজেলার কাটিয়া এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা। আটকরা হলেনশ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার ছেলে জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে রাসেল গাজী। পরে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আটককৃতরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের জাল ডলার ও টাকা তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে একটি কালার প্রিন্টার, একটি...
ঘরে বসে ডলার ছাপাতেন তারা!
অনলাইন ডেস্ক

দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত
অনলাইন ডেস্ক

ঢাকাসহ দেশের অন্তত ১১টি জেলার ওপর দিয়ে আজ শনিবার (২৪ মে) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যার মধ্যে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের...
সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে ইট দিয়ে থেঁতলে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাইওয়ে রেস্ট হাউজের পেছনের ফাঁকা জায়গায় থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আরাফাত ফরিদুপুর জেলার বাসিন্দা হলেও তিনি সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি এলাকার সিল্কসিটি হোটেলের কর্মচারী হিসেবে কর্মরত ছিল। সলঙ্গা থানার এসআই পুলক সরকার জানান, ঢাকায় পোশাক কারখানায় চাকরির সুবাদে এক নারীকে বিয়ে করে আরাফাত সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় শুশুরবাড়িতে বসবাস করত। একই সাথে কালিবাড়ি এলাকার সিল্কসিটি হোটেলের কর্মচারী হিসেবে কাজ করত। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হোটেলে কাজ করার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে হাইওয়ে রেস্ট হাউজের পিছনের ফাঁকা জায়গায় থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে...
শেরপুরে ৭৩৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১
শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৩৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি নাছির মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ২৩ মে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির মিয়া উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকার বুলবুল মিয়ার পাহাড়ের পশ্চিম পার্শ্বে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পালানোর চেষ্টা করে। ওইসময় মাদক কারবারি নাছির মিয়াকে আটক করে তার হেফাজত থেকে ৭৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারবিদেশি মদের আনুমানিক বাজার মূল্য ২৩ লক্ষ ৮৬ হাজার টাকা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর