কাল আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানইউ ও ম্যানসিটি

পুরোনো ছবি

কাল আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানইউ ও ম্যানসিটি

মাহফুজুল ইসলাম 

ইংলিশ প্রিমিয়ার লিগে আগামীকাল শনিবার আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানসিটি। বিকেল সাড়ে ৫টায় আর্সেনালের ঘরের মাঠে আতিথ্য নেবে ম্যানইউ। আর রাত ৮টায় ম্যানসিটি লড়বে ওয়াটফোর্ডের বিপক্ষে।  

আর্সেনালের ঘরের মাঠ ইমিরেটস স্টেডিয়ামে আতিথ্য নেয়ার আগে খুব একটা স্বস্তিতে নেই ম্যানইউ।

নিজেদের শেষ ৫ ম্যাচে তিন হার আর এক জয়ের সাথে একটি ড্র নামের পাশে। সেই সাথে দলটির কোচ র্যাংগনিকের দুঃশ্চিন্তার বর কারণ, গুরুত্বপূর্ণ চার ফুটবলারের ইনজুরি। পগবা, ফ্রেড, কাভানি ইনজুরির কারণে থাকবেন মাঠের বাইরে। লাল কার্ড থাকায় দলে নেই গ্রিনউড।
তবে পুত্র বিয়োগের শোককে পাশে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

আর্সেনালের তাঁবুতেও আছে দুটি ইনজুরি। লিগ টেবিলে ৫ নম্বরে থাকা দলটি চাইবে ঘরের মাঠে এই ম্যাচটা জিতে নিজেদের অবস্থানকে আরো মজবুত করতে।

এদিকে, টেবিলটপার ম্যানসিটি ওয়াটফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে নামার আগে আছে বেশ ভালো অবস্থায়। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। লাল কার্ড থাকায় একাদশের বাইরে থাকবেন মেন্ডি। ওয়াটফোর্ডের ডেরায় ইনজুরির থাবা। সঙ্গে রেলিগেশন ফাইটে আছে দলটি। সবমিলিয়ে ঘরের মাঠে ফেভারিট হিসেবেই খেলবে ম্যানসিটি।

news24bd.tv/রিমু