প্রশ্ন ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগের মধ্যেই রাজধানীসহ দেশের ২২ জেলায় অনুষ্ঠিত হলো প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রশ্নপত্রে গড়মিলের কারণে লালমনিরহাটে অংশ নিতে পারেনি শতাধিক পরিক্ষার্থী।
আর লক্ষ্মীপুরে ভুয়া প্রশ্নপত্র তৈরির অভিযোগে ১৩ জন আটক করেছেগোয়েন্দা পুলিশ।
এদিকে, অভিযোগকে ‘গুজব’ বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে দেশের বিভিন্ন জায়গায় প্রশ্নপত্রে গলদ, ভুয়া প্রশ্ন ফাঁসসহ নানা অভিযোগ উঠেছে। এ নিয়ে বিক্ষোভও করেছেন পরীক্ষার্থীরা।
লালমনিরহাটের তিনটি কেন্দ্রে একটি সেটের প্রশ্নপত্র দেরিতে পৌঁছানোয় নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে পারেননি চাকরি প্রার্থীরা। এ নিয়ে বিক্ষোভ করেন তারা, দায়ী করেন জেলা প্রশাসককে।
জেলা প্রশাসক জানান, কারিগরী ত্রুটির কারণে ওই নির্দিষ্ট সেটের প্রশ্নপত্র পেতে দেরি হয়েছে।
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার দায়ে ১৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
এদিকে, রাজধানীতে ইডেন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, কোনো ধরনের প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিকে এবার সহকারী শিক্ষক হিসেবে ৪৫ হাজার জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।
news24bd.tv/তৌহিদ