সেই ‘দ্বিতীয় শয়তান’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া

সংগৃহীত ছবি

সেই ‘দ্বিতীয় শয়তান’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া

অনলাইন ডেস্ক

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর সম্প্রতি নতুন এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। বুধবার সারমাট নামে অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে দেশটি। রাশিয়ার দাবি,এই ক্ষেপণাস্ত্রের নাম শুনলেই পিলে চমকে উঠবে সকলের! কারণ, এটিই নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এই সংবাদ জানানা।

পুতিনের দাবি, পৃথিবীর যে কোনও লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে সক্ষম সারমাত। এরই মধ্যে সারমাট ক্ষেপণাস্ত্রকে পশ্চিমারা ‘দ্বিতীয় শয়তান’ বলে আখ্যা দিয়েছে।

আধুনিক সব প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যেকোনও লক্ষ্যে পারমাণবিক হামলা চালাতে সক্ষম সদ্য পরীক্ষা চালানো ‘সারমাত’ মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া। আগামী শরতের মধ্যে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে শনিবার দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন।

রুশ মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের উচ্চাভিলাষী সময়ের কথা জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রোগোজিন বলেছেন, মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার দূরের সাইবেরিয়ার ক্রাসনোইয়ারস্ক অঞ্চলে এই ক্ষেপণাস্ত্রটির একটি ইউনিট মোতায়েন করা হবে।

তিনি বলেন, সোভিয়েত আমলের ভয়েভোদা ক্ষেপণাস্ত্র তুলে নিয়ে নতুন ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েন করা হবে। এর ফলে প্রচুর অর্থ এবং সময় বেঁচে যেতে পারে। রোগোজিন বলেন, সুপার-অস্ত্র সারমাত মোতায়েন একটি ঐতিহাসিক ঘটনা। যা আগামী ৩০ থেকে ৪০ বছর রুশ সন্তান এবং তাদের নাতি-নাতনিদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে।

সারমাতকে কেন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে? অনেকগুলো কারণের মধ্যে একটি হল এটি একসঙ্গে একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম। পরমাণু অস্ত্র বহন করে বিশ্বের যে কোনও লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে পারে সারমাট। দ্বিতীয়ত, এই ক্ষেপণাস্ত্রে ১০ বা তার বেশি ‘ওয়ারহেড’ যোগ করা যায়। অর্থাৎ, তা একাধিক যুদ্ধাস্ত্র নির্ভুল ভাবে ছুড়তে পারে। যার ফল, সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে সারমাটের ধ্বংসের ক্ষমতা অনেক বেশি।

বিশেষ এই সারমাট ক্ষেপণাস্ত্রকে পশ্চিমারা ‘দ্বিতীয় শয়তান’ বলে আখ্যা দিয়েছে। এমনিতেই রাশিয়ার পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ‘কিনঝাল’ কিংবা ‘অ্যাভানগার্ড’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সেই তালিকা আরও ভারী করলো নতুন ক্ষেপণাস্ত্র সারমাট।  

এমনই প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে যে একে ধরতে পারবে না শত্রুপক্ষের কোনও রেডার। ফলে শত্রুপক্ষের অজান্তেই এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানতে পারে বলে দাবি রুশ সংবাদমাধ্যমের।

সুত্র : রয়টার্স ও বিবিসি।

news24bd.tv/আলী