২২ রমজান : যে দোয়া পড়বেন আজ

প্রতীকী ছবি

২২ রমজান : যে দোয়া পড়বেন আজ

অনলাইন ডেস্ক

চলছে রমজান মাস। পবিত্র রমজান মাস জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত, ক্ষমা ও নাজাত পাওয়ার সুযোগ। এ কারণে ইবাদত-বন্দেগী এবং দোয়া-দরুদের মাধ্যমে মাসটি অতিবাহিত করে থাকেন মুমিনগণ।

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) রমজান মাসে এই দোয়া পড়তেন।

‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে রয়েছে এই দোয়া।

মহান আল্লাহ তা'আলার অপার রহমতের উসিলা লাভে ধন্য হতে রোজার ২২ তম দিনে একটি দোয়া নিচে তুলে ধরা হলো-   

দোয়া : الیوم الثّانی والعشرون : اَللّـهُمَّ افْتَحْ لى فیهِ اَبْوابَ فَضْلِکَ، وَاَنْزِلْ عَلَیَّ فیهِ بَرَکاتِکَ، وَوَفِّقْنی فیهِ لِمُوجِباتِ مَرْضاتِکَ، وَاَسْکِنّی فیهِ بُحْبُوحاتِ جَنّاتِکَ، یا مُجیبَ دَعْوَةِ الْمُضْطَرّینَ।

উচ্চারণ: আল্লাহুম্মাফ্-তাহ্ লি ফীহি আব্ওয়া-বা ফাদ্লিক্, ওয়া আন্-যিল্ আলাইয়্যা ফীহি বারাকা-তিক, ওয়া ওয়াফ্-ফিক্বনী ফীহি লিমু-জিবা-তি মার্-দা-তিক, ওয়া আস্-কিন্নী ফীহি বুহ্বু-হা-তি জান্না-তিক, ইয়া মুজিবা দাওয়াতিল্ মুদ্ত্বাররীন।

বাংলা অর্থ :  হে আল্লাহ! আজ তোমার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত নাজিল কর।

আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী।

news24bd.tv/রিমু