সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সড়কে ঈদযাত্রায় যানজট সহনীয় রাখতে তিনটি ফ্লাইওভার সোমবার খুলে দেওয়া হবে।
নজরুল ইসলাম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন, পরিবহণ মালিকসহ সবাইকে নিয়ে যৌথভাবে পরিদর্শন করেছি আমরা। কী কী সমস্যা আছে দেখছি। পরিবহণ মালিকদের কিছু সুপারিশ ছিল, সেগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
সড়ক সচিব বলেন, জয়দেবপুর মোড় তেকে এলেঙ্গা হাটিকুমরুল পর্যন্ত গেলে... এলেঙ্গা মোড় পর্যন্ত তিনটি ফ্লাইওভার ছিল; বাজার, শহর থাকায় এখানে যানজট সব সময় লেগেই থাকত। নওজোর, সফিপুর ও গড়াই- এ তিনটি ফ্লাইওভার আমরা কালকের মধ্যে খুলে দিচ্ছি। এই তিনটি ফ্লাইওভার খুলে দিলে সমস্যা অনেকটা দূর হবে।
তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখেছি আব্দুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে এলেঙ্গা-হাটিকুমরুল, এই করিডোরেও যানজটের অভিজ্ঞতা আছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে বলে বিআরটি করিডোরে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন। রাস্তা চলাচলযোগ্য করার জন্য বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
news24bd.tv/তৌহিদ