আমেরিকায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'সারমাত' মোতায়েন করবে রাশিয়া। আগামী শরতের মধ্যেই তা মোতায়েনের পরিকল্পনা করছে মস্কো।
রাশিয়ার রোসকসমস স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগজিনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোগজিন রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলে মোতায়েন করা হবে।
তিনি আরও বলেন, এই সুপার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা একটি ঐতিহাসিক ঘটনা হবে। এটি আগামী ৩০ থেকে ৪০ বছর রাশিয়ার জনগণকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে।
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র 'সারমাত' ১০ বা ততোধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, সারমাত বিশ্বসেরা ক্ষেপণাস্ত্র। রাশিয়াকে হুমকি দেওয়া শত্রুদের এখন হুমকি দেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হবে।
রাশিয়া দীর্ঘদিন ধরে 'সারমাত' ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করেছে। চলতি মাসেই এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
news24bd.tv/ তৌহিদ