শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া, দলে নেই সাদমান ইসলাম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা সাকিব আল হাসান দলে আছেন।
এ সফরে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে এ ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলিয়ে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।
news24bd.tv/ তৌহিদ