এ বছর যারা হজে যেতে পারবেন না, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রতীকী ছবি

এ বছর যারা হজে যেতে পারবেন না, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

শাহনাজ ইয়াসমিন

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, নিবন্ধন করলেও ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে ব্যক্তিরা এ বছর হজে যেতে পারবেন না।

আজ সোমবার সকালে সচিবালয়ে 'ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন' শীর্ষক আলোচনা শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, সৌদ সরকারের সিদ্ধান্তের কারণে নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সীরা এ বছর হজের সুযোগ পাবে না। এবার হজের কার্যক্রেমর জন্য সময়ও পাওয়া যাচ্ছে মাত্র ৩৪ দিন।

অথচ এর আগে ৪/৫ মাস সময় পাওয়া যেত।

ধর্ম মন্ত্রনালয় জানায়, যারা হজে যেতে পারবেন না, তারা চাইলে জমাকৃত টাকা তুলতে পারবেন। এবার হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সুযোগ পাচ্ছে ৫৭ হাজার ৮৫৬ জন।  

মহামারি করোনাভাইরাসের কারণে গত বছর ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি এই পবিত্র হজে মাত্র ৬০ হাজার মানুষকে (যারা সৌদিতে বসবাস করছেন এমন) অংশগ্রহণের অনুমতি দিয়েছিল সৌদি আরব।

মহামারির আগে যে সংখ্যা ছিল প্রায় ২৫ লাখ।

news24bd.tv/রিমু