পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হাত ভেঙে দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি নাসিরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত নাসির উদ্দিন তালুকদার (৫১) পৌরসভার ১নং ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকার বেলায়েত হোসেন তালুকদারের পুত্র এবং আহত মোঃ লিয়াকত হোসেন বাচ্চু (৪০) পৌরসভার ৩নং ওয়ার্ডের ছোট খলিশাখালি এলাকার রুস্তম আলী হাওলাদারের পুত্র।
শনিবার (২৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ব্রাহ্মণকাঠী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানা ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান।
মামলার বাদী শাহিন হাওলাদার জানান, আমি ২০১১ সাল থেকে জমি কিনে ভোগ দখল করে আসছিলাম।
পিরোজপুর সদর থানা ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, হামলার ঘটনায় মামলা হলে পুলিশ ঘটনার প্রধান আসামি নাসিরকে গ্রেফতার করে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হবো।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল দুপুরে পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২২ আগষ্ট) পিরোজপুর সদর থানায় মৃত আবদুল মালেকের পুত্র জমির মালিক শাহিন হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন।
news24bd.tv/রিমু